জীবনের অনেক খানি সময় কাটিয়ে এসে আজ যেনো হঠাৎ থমকে দাড়িয়ে পড়লাম।কারণ টা জ্ঞাত থাকলেও ঠিক জেনেবুঝে উঠতে পারছিলাম না।বহুবার অন্ধকারের মধ্য দিয়ে গিয়েছি কিন্তু কখনো এমন মনে হয়নি। এবার শরীরটা যেনো একটু শিউরে উঠলো।গায়ের লোম গুলো কাঁটা দিয়ে উঠলো মনে হলো, তাহলে আমি কি কোনো ভুল করে ফেললাম?কিন্তু না ভুল তো আমি কিছুই করিনি। …