আমার কাছে বন্ধু মানে সাত রাজার ধন
আমার কাছে বন্ধুত্বের মানেটাই অন্যরকম
আমার কাছে বন্ধু মানে খোলা আকাশের পাখি
আমার কাছে বন্ধু মানে খেয়াল খুশি সর্বক্ষণের সাথী
আমার কাছে বন্ধু মানে হিমের পরশ মাতাল করা মন
আমার কাছে বন্ধু মানে কিছু কথা একান্ত গোপন
আমার কাছে বন্ধু মানে সোনার তরী সাত সাগরের পার
আমার কাছে বন্ধু মানে অনেক কথা মনকে রঙাবার
আমার কাছে বন্ধু মানে অগাধ বিশ্বাস আর অনেক ভালোবাসা
আমার কাছে বন্ধু মানে মনখারাপের রাতে একমাত্র ভরসা
আমার কাছে বন্ধু মানে মান অভিমান একটু ঝগড়া ঝাটি আমার কাছে বন্ধু মানে সব মুশকিলের আসান জাদুর কাঠি আমার কাছে বন্ধু মনে দিনের শুরু হতে রাতের অবসান আমার কাছে বন্ধু মানে সবাই একে অপরের প্রাণ আমার কাছে বন্ধু মানে আমি মানেই তুমি তুমি মানেই আমি
আমার কাছে বন্ধু তুমি সবার চেয়ে দামি।।
Written by.
Imtiaz Sk